lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-20T11:12:32Z
আইন ও আদালত

হত্যাসহ ৯ মামলার আসামি সন্ত্রাসী আরিফ কে গ্রেপ্তার করেছে ডিবি

Advertisement


 

আলী রেজা রাজু:ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করে হত্যাসহ ৯ মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী আরিফ খান ওরফে টুন্ডা আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।



গ্রেপ্তার আরিফ খান ওরফে টুন্ডা আরিফ (৩৪) সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার রফিক উদ্দিন খানের (কচি) ছেলে।



ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম আরিফ ওরফে টুন্ডা আরিফকে গ্রেপ্তার করে। হত্যা ও চাঁদাবাজি মামলাসহ তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আরিফ সাভার পৌর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।



এর আগে ২০২১ সালের ৪ মার্চ পুলিশ কনস্টেবল মোহাম্মদ রাব্বি হোসেন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আরিফ। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।