lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-10T03:38:14Z
জাতীয়

পোরশায় মৌমাছির কামড়ে ২০ জন আহত

Advertisement


 


ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় মৌমাছির কামড়ে শিশুসহ অন্তত ২০-২৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আশঙ্কাজনক  অবস্থায় মাহবুব আলম (২৬) নামে যুবককে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলেগেছে বলে জানাগেছে।


বাকি আহতরা হলেন- নিতপুর পূর্ব দিয়াড়াপাড় ও মুন্সিপাড়ার হারুনের ছেলে ইয়াছিন (৩), মোজাম্মেলের ছেলে তামাশ (২৫), হাসান (৪০), নিতাই (৫৬), সাইরুল (২৫), মোসলেম (২৫), মোবারক (২০), লতিফন (৪০) ও মোরশেদ আলী (২৫) সহ প্রায় ২০-২৫ জন।  ঘটনাটি  বৃহস্পতিবার দুপুরে ঘটেছে।


সূত্রমতে, কিছুদিন আগে নিতপুর মডেল মসজিদ-পূর্বদিয়াড়াপাড়ার রাস্তার পাশের উপজেলার অফিসার্স কোয়ার্টারের মাধবী নামে একটি বাসার কার্নিসে মৌমাছি চাক লাগছে। এর পাশেই রাস্তা হওয়ায় ঘটনার দিন রাস্তাপারাপারের সময় মৌমাছির চাকটিতে চিল পাখি হামলা করলে বিক্ষিপ্তভাবে মৌমাছি রাস্তার লোকজনকে কামড় দিতে শুরু করে। এসময় তারা দৌড়ে পালিয়ে গেলেও মৌমাছির কামড়ে মাহবুব গুরুতর আহত হলে , তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।