Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
গ্রাহকদের জন্য নির্ভাবনা স্বাস্থ্য বীমা চালু করেছে ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্স। এরই ধারাবাহিকতায় এই দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ফরিদপুর নগরকান্দায় নাজমা আক্তার নামে এক গ্রাহককে স্বাস্থ্য বীমার ৮ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়েছে। ব্র্যাকের নগরকান্দা শাখা অফিসে অনুষ্ঠানিকভাবে তার হাতে স্বাস্থ্য বীমার টাকা তুলে দেন ওই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্স নির্ভাবনা স্বাস্থ্য বিমার কার্যক্রম চালু করার পর নাজমাই প্রথম টাকা পেলেন।
জানা গেছে, ব্র্যাকের নগরকান্দা শাখা অফিসের এসিডিপির গ্রাহক নাজমা আক্তার ২০২৪ সালের ২১ অক্টোবর নির্ভাবনা স্বাস্থ্য বীমার সুরক্ষা ক্যাটাগরি-১ প্যাকেজটি ৭০০ টাকা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে গ্রহণ করেন। পরে অসুস্থ্যতার কারণে গত ৩০ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি স্বাস্থ্য বীমার অধীনে থাকায় মাত্র ৩ কর্মদিবসের মধ্যে তার বীমা দাবিটি নিষ্পত্তি করা হলো।
স্বাস্থ্য বীমার টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন, ব্র্যাকের সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন, ডেপুটি প্রোগ্রাম হেড মো. এহসানুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মো. ইয়াসির আরাফাত, সিনিয়র ম্যানেজার উম্মে কুলসুম, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম সাঈদ হোসেন, সিনিয়র ম্যানেজার মির্জা মো. নাবির উদ্দিন প্রমূখ।
ব্র্যাকের সহযোগী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, ৫৩ বছর ধরে ব্র্যাক মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে কাজ করে আসছে। পাশাপাশি জনগনের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্ভাবনা স্বাস্থ্য বিমা প্রকল্পটি স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। আশা করছি এই কার্যক্রমটি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সরকারকে সহায়তা করবে। আগামী ৫ বছরে ২০ লাখ মানুষকে এই খুদ্র স্বাস্থ্য বিমার আওতায় আনার লক্ষ্যে ব্র্যাক কাজ করে যাচ্ছে।
চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম সাঈদ হোসেন বলেন, ব্র্যাকের এই মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের সদিচ্ছায় চার্টার্ড লাইফ যৌথভাবে সহযোগিতা করে গর্বিত। চার্টার্ড লাইফ এভাবেই ব্র্যাকের সকল স্বাস্থ্য বীমা গ্রহিতাকে ক্যাশ এবং ক্যাশলেস স্বাস্থ্য কভারেজ প্রদানের মাধ্যমে চিকিৎসায় নির্ধারিত আর্থিক কভারেজ প্রদান করবে।
উল্লেখ্য, নির্ভাবনা স্বাস্থ্য বীমার গ্রাহকগণ হাসপাতালে ভর্তি, বহিরবিভাগে ডাক্তার দেখানো, গর্ভাবস্থায় সিজারিয়ান ডেলিভারি নরমাল ডেলিভারি এবং দুর্ঘটনাজনিত কারণে গর্ভপাতের পাশাপাশি স্বাভাবিক দুর্ঘটনায় মৃত্যু, আংশিক পূর্ণ অক্ষমতা অথবা পঙ্গুত্বে নির্ধারিত আর্থিক বিমা কভারেজ পাবেন।