lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-20T11:48:17Z
অগ্নিকান্ড

পোরশায় অগ্নিকাণ্ডে ১টি দোকান পুড়ে ছাই

Advertisement


 

ইসমাইল হোসেন, পোরশা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ  পোরশা উপজেলা নিতপুর ইউনিয়নে গানইর মোড়ে  ১টি দোকান ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


ক্ষতিগ্রস্ত নাজমুল বলেন, রবিবার রাতে ব্যাবসা শেষ করে আমি বাড়ি চলে যাই। হটাৎ করে  তার পার্শ্ববতী দোকানদার রাত ১১.৩০মিনিটের  দিকে কল করে বলে তোমার দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি করে আমি এসে দেখি  আমার  দোকানে আগুন জলছে মুহূর্তের মধ্যে  দোকান পুড়ে  ছাই ।  গ্রামের লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় ৫লক্ষ টাকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।