Advertisement
সাদাত বাহার, পাবনা:
আটঘরিয়ায় কৃষকদের প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা উন্নয়নে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্প এর আওতায় আটঘরিয়া উপজেলা কৃষি অফিস এর আয়োজনে(মঙ্গলবার ২১ জানুয়ারি) সকালে, ৫টি দলে, ১৫০ জন কৃষককে চলতি বোর মৌসুমে সেচের পানি সাশ্রয়ী প্রযুক্তি AWD পদ্ধতি ব্যবহার প্রদর্শনি,তাপ সহিষ্ণু জাত ব্রি ধান১০২ ও ব্রি ধান ১০৪ জাতের ধানটি জাত সম্প্রসারণ ও বীজ সংরক্ষণ এর ড্রাম, রাসায়নিক সার, কীটনাশক সহ বিভিন্ন উৎপাদন উপকরণ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর ইসলাম,বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার সহ কৃষক গণ।