lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-20T07:56:13Z
আইন ও অপরাধ

তেঁতুলিয়ায় ২১ লাখ টাকার হেরোইন জব্দ করেছে বিজিবি

Advertisement


 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এস.আর পরিবহন নামে এক যাত্রীবাহী বাস থেকে প্রায় ২১ লাখ টাকার হেরোইন জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন তেঁতুলিয়ার পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া ডাহুক কমলা বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহি বাস থেকে মাদকগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি। 


সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার সৈবুর রহমানের নেতৃত্বে রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।


 এসময় সীমান্তের মেইন পিলার ৪৩১-এর ৪ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাহুক কমলা বাগান এলাকায় চেকপোষ্ট বসিয়ে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহি বাস এস আর পরিবহনে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় বাসের ভিতরে বাঙ্কারে একটি শপিং ব্যাগ থেকে এক কেজি ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত মাদকের মূল্য আনুমানিক ২০ লাখ ৭৪ হাজার টাকা। উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।


পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান রোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।