lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-21T06:20:40Z
শীতবস্ত্র বিতরণ

নাটোর মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

Advertisement


 

নাটোর প্রতিনিধি:

 নাটোরের বাগাতিপাড়ায় সমবার সকাল ১০টার সময় শীতবস্ত্র বিতরণ করেন জনাব মীর আহমেদ,( টুটুল )।টেটনপাড়া ও সরদারপাড়া  প্রতি বছরের ন্যায় এবারও অসহায় গরীব দের মাঝে শীত বস্ত্র বিতরন  করেন তিনি।আমরা সম্ভাব্য শীত মোকাবিলায় শীতবস্ত্র বিতরণ করছি,আমি ভালো কাজের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে এবং আমি অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র।তিনি বলেন যে সমাজে সুন্দর,সুকুময় বৃত্তি,ন্যায়-ইনসাফ ও মূল্যবোধের চর্চা হয়,সে সমাজই ভালো থাকে এবং সুখী,সমৃদ্ধ ও শান্তির সমাজে পরিণত হয় বলেও মন্তব্য করেন।তিনি মাঝে মাঝে গরীবদের মধ্যে ঔষধসহ ফ্রি চিকিৎসা ব্যাবস্থা করে থাকেন।সে সব সময় মসজিদ,মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্টানে দান করে থাকেন,সবশেষে তিনি সমাজের বিত্তবান দের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদত্ত আহবান জানান।