Advertisement
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সময়াবদ্ধ সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-বিভাগে ডিএমএস এবং আইপিএস.পোস্ট সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রধান ডাকঘরের কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহাবুদ্দিন, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল(রাজশাহী উত্তরাঞ্চল) মোহাঃ জিয়াউর রহমান, ডাক অধিদপ্তর ঢাকার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ শাহ আলম ভূঁইয়া, রাজশাহী’র ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ রাকিব বিশ্বাস, প্রশিক্ষক পোস্টাল একাডেমি আতিয়া সুলতানা, ডাক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী’র অধ্যক্ষ সোহেলা সুলতানা, সুপার বিভাগীয় রাজশাহী মাহফুজুর রহমান এবং ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মোহাঃ সারোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ উপ-বিভাগের পরিদর্শক মোঃ মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘর সাবেক পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাস , সহকারী পোস্টমাস্টার মোঃ শাহ আলম, হিসাব রক্ষক মোস্তফা কামাল, মোঃ কামরুজ্জামান, পোস্টম্যান মোঃ দেলুয়ার হোসেন প্রমুখ।