lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T10:19:49Z
আইন ও আদালত

রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Advertisement


 


মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটার খবরে অভিযান চালিয়ে দুই জনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।



বুধবার ২৯জানুয়ারী রাতে রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড কালাডেবা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।



তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিলো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। পাহাড় কাটার সময় পাহাড়ের মালিক রওশন আরাকে ৫০ হাজার টাকা ও পাহাড় কাটায় জড়িত আলমগীর কবির কে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।



বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারার বিধান লঙ্ঘন করে পাহাড় কাটায় তাদেরকে  এ জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।