lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-09T04:52:10Z
কৃষি

উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।


 

মঙ্গলবার (৭ই জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ছোটরাউতা আন্ধারুর মোড় এলাকায় ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।


সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।


সমাবেশে কৃষকদের সংগঠিত করা সহ কৃষকদের নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এছাড়া ৩১ দফা বাস্তবায়নের দাবি সহ আগামী নির্বাচনে নীলফামারী-১ আসনে সাবেক সাংসদ ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তুলতে সকলকে আহ্বান জানান তারা। এসময় চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ সফর সফলকাম সহ তার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন নেতাকর্মীবৃন্দ।