lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T10:29:21Z
ধর্ম

সরস্বতী পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা

Advertisement


 

রেজাউল ইসলাম মাসুদ,স্টাফ রিপোর্টারঃ

 ঠাকুরগাঁওয়ে শেষ মুহূর্তে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। এমনটাই দেখা গেছে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের দেওগাসহ কয়েকটি গ্রামে। 


আসছে ৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মলম্বীদের আরো একটি উৎসব বিদ্যার দেবী স্বরসতী পূজা। এই উপলক্ষে দিনরাত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা তাদের নিপুন হাতের ছোঁয়ায় কাদামাটি, বাঁশ, খড়, সুতলি ও বিভিন্ন উপকরণ দিয়ে চলছে সরস্বতী প্রতিমা বানানোর কাজ। 


প্রতিমা তৈরির মূল কাজ ইতিমধ্যে প্রায় শেষ, এখন চলছে ফিনিশিং এর কাজ। বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরীর কাজে কিছুটা ব্যঘাত ঘটলেও কারিগরদের আত্মবিশ্বাস নির্দিষ্ট সময়ে আগেই তারা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডার নেয়া প্রতিমা হস্তান্তর করতে পারবেন। তবে তাদের অভিযোগ এবার প্রতিমা তৈরির কাজ বাড়লেও উপকরণের দাম বেড়ে গেছে। শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় তেমনটা লাভ হবে না। বংশের ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই কাজ করে যাচ্ছেন তারা। প্রতিমা তৈরীর কাজ শেষ এখন শুধু রয়েছে রং তুলির আঁচড় এরপর দৃষ্টিনন্দন রূপে সাজানো হবে সরস্বতীর প্রতিমা।


প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ধর্মীয় তিথি অনুযায়ী আসছে ২ ও ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা দুই দিন অনুষ্ঠিত হবে। 


ইতিমধ্যেই পূজার মন্ডপ গুলোর সাজসজ্জা কাজ শুরু করেছে আয়োজক কমিটি। এবার জেলার বিভিন্ন মন্দির, স্কুল-কলেজ, ক্লাব গুলোতে বিদ্যার দেবী সরস্বতী পূজা, দুই হাজার এর অধিক স্থানে একযোগে অনুষ্ঠিত হবে। 


এদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ঠাকুরগাঁও জেলা সভাপতি জয় মহন্ত অলক বলেন প্রতিবছর উৎসবমুখর পরিবেশে জেলায় সরস্বতী পূজা উদযাপন করা হয়। এবারও একইভাবে অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার মত এবারও সুন্দর একটি সরস্বতী পূজা উপহার দেয়ার জন্য জেলা যুব মহাজোটের সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছে।


বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা সভাপতি মনোরঞ্জন সিং বলেন প্রতিবছর দু হাজারের অধিক পূজা হলেও এবার তার চেয়েও বেশি হবে। আশা করেন উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হবে।


ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান সরস্বতী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপ গুলোতে পুলিশ টহল টিম থাকবে এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। কেউ নাশকতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উৎসবমুখর পরিবেশে এবারও জেলায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।


নানান আনুষ্ঠানিকতা শেষে আসছে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় এর পেছনে টাঙ্গন নদীর দুর্গার ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।