Advertisement
মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লক্ষে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশ প্রেমিক। রবিবার ( ১৯ জানুয়ারী) সন্ধায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা,দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মোস্তাফিজুর রহমান বাবুল আরো বলেন, শহীদ জিয়া জাতির শ্রেষ্ঠ সন্তাদের মধ্যে অন্যতম। শহীদ জিয়ার পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না। তবে তিনি শক্ত হাতে দক্ষতা ও সফলতার সাথে সাথে সব সঙ্কট ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল রাজনীতিবীদ ও রাষ্ট্র নায়কে পরিণত হয়েছিলেন। তাঁর সফলতার মূল ভিত্তি ছিল দেশপ্রেম,সততা,নিষ্ঠা এবং গণমুখী পদক্ষেপ ।তাঁর ওপর যখনই গুরুদায়িত্ব এসেছে,তখন তিনি দেশ ও জনগণের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন।এজন্যই তিনি সফল হয়েছেন। মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সৌদি আরবের মরু অঞ্চলে নিম গাছ রোপন করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছিলেন শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়ার নিম গাছ ডিপ্লোমেসি পরবর্তীতে সৌদি আরবসহ আরব বিশ্বে কর্মসংস্থান ও ব্যাবসা বানিজ্য এবং সম্পর্ক উন্নয়নে নিয়ামক ভূমিকা পালন করেছে। মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান আকন্দ রতনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু,সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ খান,বর্তমান কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল,সিনিয়র সহ সভাপতি অধ্যাপক রকিব হাসান লিটন প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।