lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-19T16:01:28Z
ইতিহাস ঐতিহ্য

মাদারগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড় মইদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Advertisement


 


আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:

জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের মইদৌড় প্রতিযোগিতা।   রবিবার ( ১৯ জানুয়ারী)  বিকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় এই মইদৌড় খেলা।

ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতে তারতাপাড়া গ্রামবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে। এই খেলা দেখতে আশপাশের এলাকার হাজারো মানুষ ভীড় করেন। খেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এ খেলায় চারটি করে ষাঁড় একত্রে মইয়ের সঙ্গে রশি দিয়ে বাঁধা হয়। পরে মইয়ের ওপর দু’জন ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করে। মই থেকে পড়ে গেলে বা সীমানার বাইরে চলে গেলে বাতিল হয় দল।মজার এই খেলায় ঝুঁকি নিয়েও থাকতে হয়েছে সতর্ক। দৌড় শুরু হলে, উৎসুক জনতা চিৎকার ও হাততালি দিয়ে উৎসাহ দেয় পছন্দের দলকে। যে দল গন্তব্যে সবচেয়ে কম সময়ে পৌঁছাতে পারে, সেই দল হয় বিজয়ী।মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে মই দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মুসা, সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা ওলামাদলের সদস্য হাবিবুল্লাহ শাহীন প্রমুখ। এই মই দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ১৮টি দল অংশ নেয়। তাদের মধ্যে খেলায় প্রথম হয় তারতাপাড়া এলাকার বেলাল মেম্বারের দল। দ্বিতীয় হয় একই এলাকার সুলতান মন্ডলের দল, তৃতীয় হইবর  প্রামানিকের দল, চতুর্থ সুখনগরী এলাকার আব্দুর রাজ্জাক মুসল্লীর দল ও পঞ্চম হয় চরকয়ড়া এলাকার আব্দুল ছালাম মন্ডলের দল।খেলায় প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কারও রেফ্রিজারেটর, তৃতীয় পুরস্কার বাইসাইকেল, চতুর্থ পুরস্কার বড় বাতিল ও পঞ্চম পুরস্কার দেওয়া হয়েছে মাঝারি পাতিল।খেলা দেখতে আসা দশম শ্রেণির শিক্ষার্থী আলমগীর কবির বলেন, মইদৌড় খেলা সম্পর্কে বাপ-দাদার কাছ থেকে শুধু গল্প শুনেছি। আগে কখনও দেখা হয়নি। আমার জীবনের প্রথম এ খেলা দেখলাম। খেলা সম্পর্কে তেমন ধারণাও ছিল না। খেলা দেখে খুবই ভাল লাগল।আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা খায়রুল ইসলাম  বাংলাদেশ প্রকাশকে বলেন, মইদৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার শত বছরের পুরোনো একটি খেলা। আগে সবচেয়ে বেশি এই প্রতিযোগিতা হত। এখন প্রায় বিলুপ্তির পথে। তরুণ প্রজন্মকে এই খেলা সম্পর্কে জানাতে এবং গ্রামাঞ্চলের মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করা হবে।