Advertisement
মোঃ কায়সার আহম্মেদ, চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
প্রায় দেড় দশক পর অনুষ্টিত হলো পাবনার চাটমোহর পৌর বিএনপির কাউন্সিল। শনিবার (১১ জানয়ারি) চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিকেল আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আসাদুজ্জামান আরশেদ পান ২৪২ ভোট, এ এম জাকারিয়া পান ২৩০ ভোট ও আনোয়ার হোসেন মাসুম পান ০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রার্থী তৌহিদুল ইসলাম তাইজুল পান ২৮৩ ভোট ও এ্যাড.সাঈদুর রহমান পান ১৮১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে জিয়ারুল হক সিন্টু ২২৭, আব্দুল মুত্তালিব ১৪১, রকিবুল ইসলাম মিলু ৬২ ও লিটন আলী পান ২৬ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আরশেদ আলী, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তাইজুল ও সাংগঠনিক সম্পাদক পদে জিয়ারুল হক সিন্টু বিজয়ী হন।
কাউন্সিল উদ্বোধন করেন পাবনা-৩ এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে.এম আনায়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বি এন পি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়া।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুসহ পাবনা জেলা বিএনপি, চাটমোহর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা ও যাঁচাই বাছাই করা হয়। প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ২১ জন ভিঅইপি ভোটারসহ মোট ভোটার ছিলেন ৫৯৫ জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি এ্যাড. মির্জা আজিজুর রহমান, এ্যাড. আব্দুল আজিজ, এ্যাড. ইসমাইল হোসেন খাঁন টিপু ও মোঃ আলাউদ্দিন সরকার।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ মে চাটমোহর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ এম জাকারিয়াকে আহ্বায়ক ও অ্যাডভোকেট সাইদুর রহমানকে সদস্য সচিব করা হয়। সর্বশেষ ২০১০ সালে চাটমোহর পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে এ এম জাকারিয়া সভাপতি, নুরুল করিম আরোজ খান সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।