lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-29T09:13:46Z
ক্রিড়া প্রতিযোগিতা

সালথায় নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Advertisement


 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 



পীরজাদা নারানদিয়া হুজুর মো. নুরুল ইসলাম বাবুর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান তালুকদার, ফরিদপুর জিলা স্কুল স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক এমডি জাহিদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মো. এনায়েত হোসেন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোফাজ্জল হোসেন,  উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হোসাইন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম বালাম হোসেন, কামরুল ইসলাম, ফরিদ হোসাইন, উপজেলা শ্রমিক দলনেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা, ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর ছাত্র দল নেতা রাকিবুল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান টি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নারানদিয়া জয়নুদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন। 


প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, রাজনীতিতে বাহিরে রেখে দলমতকে বাহিরে রেখে নিজের শিক্ষা প্রতিষ্ঠান কে একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবে মেনে নিয়ে শুধু শিক্ষার জন্য ছেলেমেয়েদের জন্য কাজ করবেন। রাজনীতি কে কখনো এখানে ঢুকাবেন না। গত ১৫ বছর বাংলাদেশে স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। গত ১৫ বছরে ছাত্রলীগের তান্ডবের কারণে হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 


তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতা আসে আমি ওয়াদা করছি সালথা নগরকান্দায় ভালো ভালো ইউনিভার্সিটি গড়ে তুলব। আমার সালথা নগরকান্দার ইয়াং জেনারেশন স্কুল-কলেজের বাইরে থাকবে না। এখানে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটির গড়ে তুলতে হবে। যেন তারা শিক্ষার জন্য উচ্চ শিক্ষার জন্য ঢাকায় বা অন্য শহরে যেতে না হয়। তারা যেন সালথা নগরকান্দায় বসে উচ্চশিক্ষা লাভ করতে পারে। আমরা বাংলাদেশের ভালো ভালো জায়গা থেকে ভালো মানের শিক্ষক এনে ইউনিভার্সিটি গড়ে তুলবো।