lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-24T13:42:33Z
শিল্প ও সংস্কৃতি

ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যেবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

Advertisement


 



মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যেবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ২৩ জানুয়ারি রাত ৯ টায় প্রগতি পাড়া যুব সমাজের উদ্যোগে চিলাহাটি বাজার গরুহাটিতে এই খেলা অনুষ্ঠিত হয়।


চিলাহাটি থানা বাজার লাঠিয়াল দলের পরিবেশনায় খেলায় বাদ্যের তালে তালে নেচে লাঠির অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাদের আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। ঢাক ফুলেট আর কিবোর্ডের শব্দে লাঠির কসরত দেখিয়ে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। কনকনে ঠান্ডা এবং ঝিরিঝিরি বৃষ্টির মতো শীতকে উপেক্ষা করে লাঠি খেলা দেখতে ভিড় করেন ছোট-বড় সহ সকল বয়সের এবং সকল পেশাজীবীর হাজার হাজার  মানুষের উপস্থিতিতে গরুহাটির মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয় উঠে। এসময় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী লাঠি খেলাকে ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান দর্শকসহ এলাকাবাসী। 


প্রগতিপাড়া যুব সমাজের সদস্য সুজন ইসলামের সঞ্চালনায় লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী আরিফ।