lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-09T05:41:47Z
সড়ক দুর্ঘটনা

বাস- অ্যাম্বুল্যান্স সংঘর্ষ,অগ্নিদগ্ধ হয়ে নিহত-৪ আহত-৭

Advertisement


 

আলী রেজা রাজু:ঢাকা-আরিচা মহাসড়কে বাস- অ্যাম্বুলেন্স সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,নিহত-৪ আহত ৭ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ততক্ষণে অগ্নিদগ্ধ নিহত ৪ জনের অঙ্গর উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স,পরবর্তীতে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে তিনটি বাসে আগ্নিকান্ডে ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, আপাতত ৪ জনের মরদেহ পাওয়া গিয়েছে,প্রাথমিকভাবে তবে তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব না।