lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-11T17:51:22Z
সাহিত্য ও সাংস্কৃতি

নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত

Advertisement


 


আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি:-

গত ১০ ও ১১ জানুয়ারী-২০২৫ শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি পাবনার ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা কেন্দ্রের মিলনায়তনে, সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব।

নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কবি গবেষক প্রাবন্ধিক মজিদ মাহমুদ কিন্তু কবি মজিদ মাহমুদ এর মেমোরিয়াল ক্লাব ঔপন্যাসের ইংরেজি ভাষায় অনুদিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হতে দেশের বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। 

১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০.০১ মিনিটে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠান টি ৩ টি পর্বে অনুষ্ঠিত হয় প্রথম পর্বে প্রফেসর মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে,সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএম ফজলুর রহমান,মানিক পন্ডিত, ভারত, দান প্রসাদ সুবেদী নেপাল,প্রফেসর হাসানুজ্জামান মুখ্য সমন্বয়কারি, নোঙর।

অনুষ্ঠান সঞ্চালক ছিলেন,আতাউর রহমান বাবলু ও শাম্মী আক্তার।দ্বিতীয় পর্ব শুরু হয়১১.৩০ মিনিট থেকে দুপুর  ১.০০ মিনিট পর্যন্ত,বিষয় ছিলো "সাহিত্যে আন্তসংযোগ ও বৈশ্বিক পরিক্রমা" সভাপতিত্ব করেন উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, এপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর প্রফেসর ড. শিখা সরকার সম্মানিত বিশেষ অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, প্রফেসর টিকরাম উদ্দেসী, নেপাল, প্রফেসর ড. মীর হুমায়ূন কবির, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, পাবনা, মুম রহমান ঢাকা,শিশুসাহিত্যিক হুমায়ন কবীর ঢালী, ঢাকা।সঞ্চালক তুহিন আব্বাসী ও সালেক শিবলু। তৃতীয় পর্ব শুরু ২.০০টা থেকে ৪.০০টা,আলোচ্য বিষয় "কবিতা কল্পনালতাঃ অনুভবে অনুধ্যাণে" এ পর্বে সভাপতিত্ব করেন,প্রফেসর আবুল কালাম আজাদ,প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. শেখ রজিকুল ইসলাম আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক পন্ডিত,ভারত, ইউনুস উদ্দিন আহমেদ ঢাকা,অধ্যাপক সাজিদুল ইসলাম,ইসলাম রফিক বগুড়া,রেহানা সুলতানা শিল্পী পাবনা,আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ।


চতুর্থ পর্ব শুরু থেকে ৫.০০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা,এই পর্বে গুণিজন ও সংগঠন সম্মাননা স্মারক প্রদান ও অনুভূতির প্রকাশ। এবার সংগঠন ও গুণিজন মিলে ৪০ জন কে এই সম্মাননা পদক প্রদান করা হয়, উত্তরণ পাবনার সহ সভাপতি কবি ও প্রাবন্ধিক মাসুদ হাসান রনি প্রতিভার স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা পদক লাভ করেন,তার এই পদক প্রাপ্তি তে,উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, সহ সাধারন সম্পাদক রুদ্র বিশ্বাস, সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক মিম ফয়সাল, সদস্য কবি মোহাম্মদ বেলাল হোসেন, মাসুদ হাসান রনি কে শুভেচ্ছা জানান। শেষ পর্বে নোঙর এর সমন্বয়কারি লুৎফর রহমান পাঞ্জাব প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১১ জানুয়ারি শনিবার নেপাল ও ভারতের অতিথিদের নিয়ে বিশেষ বিশেষ দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান, উল্লেখযোগ্য স্থান লালন সেতু,হার্ডিজ্ঞ ব্রীজ, লালনের আখরা,রবীন্দ্র কুঠিবাড়ী সহ আরো বেশকিছু স্থান পরিদর্শন শেষে রাতে বিদেশি অতিথিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।