lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-22T14:00:54Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল (৪০)নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হয়েছেন। ২২ জানুয়ারী (বুধবার)  সকালে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল (৪০) পীরগঞ্জ উপজেলার গোগর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২২ জানুয়ারী বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে রুবেল মটরসাইকেল চুরি করতে গেলে হাতেনাতে ধরা পড়লে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পুলিশ আরও জানায় রুবেলের বিরুদ্ধে থানায় চুরি ও নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মামলা রয়েছে এবং তার বাবার বিরুদ্ধেও একটি চুরির মামলা রয়েছে।