lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-25T17:44:13Z
জাতীয়

মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩

Advertisement


 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ করেছে মডেল থানা  পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত ৩ জনকে আটক করা হয়েছে। 

শনিবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে এ চাল-ডালসহ তাদের আটক  করা হয়। আটককৃতরা হলেন, পৌরসভার উত্তর চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া  এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০) । মাদারগঞ্জ মডেল থানার এসআই আতোয়ার রহমান বলেন, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল-ডাল পাচারের জন্য একটি ঘরের মধ্যে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় মৃত বাবর আলীর ছেলে হুমায়ুন এর বাড়িতে অভিযান পরিচালনা করি।  এসময় ৮০ বস্তা চাল-ডাল জব্দ করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাবাদ করার জন্য তিনজনকে আটক করে থানায় আনা হয়। তবে আটককৃতরা দাবি করেছেন তারা দিনমজুর হিসেবে সেখানে কাজ করেন। পণ্যগুলো কিসের সে বিষয়ে তারা জানতেন না।