Advertisement
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ)প্রতিনিধি :
নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ) দুপুরে সংস্থার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট শাখা অফিসে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল।
সিসিডিবির সাবাই হাট শাখা ব্যবস্থাপক হরিশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থার মোহনপুর এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী,পানিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কায়মুল হক মন্ডল, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক সুসীল চন্দ্র পন্ডিত,মান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ইউ,পি সদস্য বাবুল আলী , আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
শেষে ১৫০জন শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।