lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-20T08:13:54Z
সাহিত্য ও সাংস্কৃতি

উত্তরণ পাবনা'র আয়োজনে কবি বন্দে আলী মিয়া'র জন্মদিন ও নাট্যাচার্য সেলিম আল দীন'র প্রয়াণবার্ষিক পালন

Advertisement


 

আলমগীর কবীর হৃদয় ;-

১৯ জানুয়ারী সন্ধ্যায় দেশের অন্যতম প্রধান সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরন পাবনা,কবি বন্দে আলী মিয়া'র ১১৯ তম জন্মবার্ষিক ও নাট্যাচার্য সেলিম আল-দ্বীন'র ১৭ তম প্রয়াণ বার্ষিক উপলক্ষে স্মরণ ও আলোচনা সভা "হে গুণিজন তোমাদের স্মরণে” অনুষ্ঠান আয়োজন করে উত্তরণ পাবনার কেন্দ্রীয় কার্যালয় সমবায় মার্কেট দ্বিতীয় তলায়। সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ হাসানুজ্জামান-সভাপতি নোঙর, ঈশ্বরদী পাবনা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুদ দাইন সরকার-উপদেষ্টা উত্তরণ পাবনা,কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ এনামুল হক টগর,মোছাঃ শাহিদা জামান ঈশ্বরদী মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান, কবি এম আব্দুল হালীম বাচ্চু, প্রফেসর মোঃ জামাল উদ্দীন সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ, প্রফেসর মোঃ নজরুল ইসলাম বাবু,শফিক আল কামাল  সভাপতি, মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,এস এম আইয়ুব আলী সভাপতি খেলাঘর পাবনা জেলা শাখা,কবি ও সাংবাদিক মোঃ হুমায়ুন কবির সদস্য উত্তরণ পাবনা, এটিএম ফজলুল করিম,শাম্মী আক্তার স্মৃতি,কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল,মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক সাধারণ সম্পাদক আরশিনগর বাউলশিল্পী সংস্থা,তানজিল হাসান ক্যামেরাপর্সন রুপসী বাংলা টিভি, ফারহানা খাতুন, জেলা প্রতিনিধি রুপসী বাংলা টিভি,তানিয়া জাহান রজনী (কবি বন্দে আলী মিয়ার নাতনী)সুরাইয়া ইসলাম,মরিয়ম বেলারুশী - অর্থসম্পাদক উত্তরণ পাবনা,সৈয়দা সোনিয়া খাতুন সহ সাহিত্য সম্পাদক উত্তরণ,কণ্ঠশিল্পী রজনী আক্তার সহ প্রচার সম্পাদক উত্তরণ, মোঃ হাবিব (কবির নাতজামাই), নূরজাহান আক্তার রুমকি (কবির নাতনী),মোহাম্মদ বেলাল হোসেন সদস্য উত্তরণ,নীলিমা নীল সাহিত্য সম্পাদক উত্তরণ,কবি মোঃ সামসুল আলম সদস্য উত্তরণ পাবনা প্রমুখ। 

উল্লেখ্য ১৭ জানুয়ারি কবি বন্দে আলী মিয়া'র ১১৯ তম জন্মবার্ষিক এবং ১৪ জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দীন এর ১৭ তম প্রয়াণ বার্ষিক ছিলো। অনুষ্ঠানের আলোচক বৃন্দ জেলা প্রশাসক এর আয়োজনে কবি বন্দে আলী মিয়ার কোন স্মরণ সভা অনুষ্ঠিত হয়নি জন্য ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং আগামীতে দেশের বিখ্যাত এই গুণি কবির জন্মবার্ষিক ও মৃত্যু বার্ষিক সরকারি ভাবে  পালনের আহবান জানান। কবি বন্দে আলী মিয়া ও নাট্যাচার্য সেলিম আল দীন এর জীবন এবং সাহিত্য কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন, আগামী প্রজন্মের কাছে এই গুণিজন দের জীবন ও তাদের সৃষ্টিশীল কর্ম তুলে ধরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশাবাদ ব্যাক্ত করেন।