lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-19T17:41:06Z
বহিষ্কার

সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বার বহিষ্কার

Advertisement


 


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ঠ অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


রোববার (১৯ জানুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সালথা উপজেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার ও দলটির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। তিনি বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ঠ অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের নির্দেশে নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বহিষ্কার আদেশ বহাল থাকবে।