Advertisement
চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে বিভিন্ন এলকায় বাড়ি বাড়ি গিয়ে দুস্থ,গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও (ভারপ্রাপ্ত ) মোঃ আরিফ হোসেন।
অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল শীতবস্ত্র বিতরণ করেছেন। ৬লা জানুয়ারী সোমবার রাত ১০ টা সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে,পৌরসভা,নিমপাড়া ইউনিয়নের আশ্রয় প্রকল্প,এতিমখানায় এই কম্বল বিতরণ করা হয়। রাতে বিভিন্ন স্থানে গিয়ে তিনি শীর্তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা ফরহাদ লতিফ।
ইউএনও (ভারপ্রাপ্ত) বলেন, ঠাণ্ডায় দুস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে। তাই তাদের কথা চিন্তা করে গরম কাপড় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালাম। তিনি বলেন, যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।