lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T02:57:28Z
তারুণ্য উৎসব

পলাশ শিপাঞ্চল সরকারি কলেজে তারুণ্যের উৎসব পালন

Advertisement


 

হাজী জাহিদ:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচিতে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে এ উৎসব পালন করা হয়।


কর্মসূচির মধ্যে ছিল পলিথিন প্লাস্টিক বর্জন, পরিবেশ সুরক্ষা ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, উদ্ভাবন উদ্যোক্তা বিষয় কার্যক্রম, ৩৬ জুলাইয়ের ব্যানার প্রদর্শন , বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভাসহ তারুণ্য মেলার পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 


অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। 


পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও কলেজের সমাজ বিজ্ঞানের প্রফেসর মো: জাকারিয়া মাহমুদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার মিলন কৃষ্ণ হালদার, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ। 


মেলায় শিক্ষার্থীদের তৈরি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শতাধিক বাহারি পিঠার স্টলগুলো নজর কাড়ে সবার। পিঠার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। বিলুপ্ত পিঠাগুলো সবার মাঝে হাজির করতে পেরে খুশি শিক্ষার্থীরাও।