lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-22T14:21:26Z
মানববন্ধন

টিভিতে সংবাদ প্রচারের জেরে স্থানীয়দের মানববন্ধন

Advertisement


  


স্টাফ রিপোর্টার: গত ১৯ জানুয়ারি নয়ন পিয়াস ও রিপন সরকারের অত্যাচারে ৩০০ পরিবার এলাকা ছাড়া এনিয়ে ৭১ টিভিতে সংবাদ প্রচার হওয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন 



সোমবার (২১জানুয়ারী) সকাল ১১টার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন স্থানীয়রা। 



এসময় বক্তব্য রাখেন গুয়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আলী, ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া, আক্তার হোসেন ও শিল্পি আক্তার।



এসময় মো. আলী মেম্বার বলেন, আমার ভাতিজা রিপন, নয়ন সরকার ও আমার ছোট ছেলে পিয়াস সরকারকে নিয়ে ৭১ টেলিভিশন একটি ভূয়া ও ভিত্তিহীন নিউজ প্রচার করে, যেখানে উল্লেখ্য করা হয়, আমার দুই ভাতিজা ও আমার ছেলের অত্যাচার করে আমাদের এলাকায় ৩০০ পরিবারকে উচ্ছেদ করে দিয়েছে, এমন মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করায় আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, ৭১ টেলিভিশন বাংলাদেশের একটি স্বনামধন্য গণমাধ্যম। সেই স্বনামধন্য গণমাধ্যমে এরকম মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করায় আমি মর্মান্তিকভাবে বিস্মিত ও চিন্তিত, আমি মাননীয় এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, গজারিয়া থানায় একাধিক মামলার আসামি ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়াবা সম্রাট ও ডাকাত লিটন সরকারের একনিষ্ঠ  সহযোগী ৭১ টেলিভিশনের প্রতিনিধি জসিম দেওয়ান এর মাধ্যমে আপনি লিস্ট নিবেন কোন ৩০০ পরিবার আমাদের এলাকা থেকে তারা বিতাড়িত এবং অত্যাচারিত হয়ে তারা এলাকায় থাকতে পারে না। অন্যথায় কেন এই মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করা হলো আমি আপনার কাছে এই মিথ্যা নিউজ প্রচার দায়ে তাদের শাস্তি দাবী করছি। ইউপি সদস্য হারুন বলেন, ইয়াবা লিটন, ফিরোজ কসাই, গুলজার এরা আন্তঃ জেলা মাদক কারবারি, তাদের একান্ত সার্বিক সহযোগীতা কারী সাংবাদিক জসিম দেওয়ান টাকার বিনিময় এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য এই মিথ্যে ও ভিত্তিহীন নিউজ প্রচার করেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এসপি মহাদয়ের কাছে আকুল নিবেদন,  কোন ৩০০ পরিবারকে এলাকা ছাড়া করা হলো আপনি সরে জমিনে এসে দেখবেন, কেনো এমন মিথ্যে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক নিউজ করা হলো  হলো এর সঠিক বিচার দাবী করছি।



এসময়,ভুক্তভোগী পরিবারের সদস্য শিল্পি আক্তার বলেন, মাদক সম্রাট ইয়াবা লিটন, গুলজার,আব্দু গোলজার, সুমন,  এই কিছুদিন আগে ইয়াবা পাচার কালে গজারিয়া থানায় আটক হন।  একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়েও তারা স্থানিয় প্রশাসনের সাথে আমাদের বাড়ীতে এসে আমাদের সাথে বিদ্রুপ আচরণ করে।  আমি মাননীয় এসপি মহোদ এর কাছে এর সঠিক বিচার চাচ্ছি, এবং গত ১৯ তারিখে আমার ভাইদের বিরুদ্ধে ৭১ টেলিভিশনে মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগী পরিবার ও এলাকার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।