Advertisement
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সরকারি কলেজের ৯ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছেন । ২০২৪-২৫ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারী অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি ফল প্রকাশ করেন। উত্তীর্ণরা হলেন ঢাকা মেডিকেল অমি, সলিমুল্লাহ মেডিকেল প্রিয়াঙ্কা, ময়মনসিংহ মেডিকেল অনুশ্রী, বগুড়া মেডিকেল সুমাইয়া, রাঙ্গামাটি মেডিকেল শারমিন, বগুড়া মেডিকেল নজিব, রংপুর মেডিকেল ইমরান, নীলফামারী মেডিকেল মামুন, চাঁদপুর মেডিকেলে সৌরভ । এ বছর ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারি- বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জন কে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। এ প্রসঙ্গে পীরগনজ সরকারি কলেজ অধ্যক্ষ -প্রফেসর মো : বদরুল হুদা জানান, সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটিতে আরো বাড়তে পারে বলে আশা করছেন। তিনি জানান, প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী মেডিকেল, বুয়েট সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন। শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এই ফল অর্জিত হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃংখল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও কঠোর তদারকির ফলে আশানুরূপ ফল করেছেন শিক্ষার্থীরা।