lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-11T16:04:06Z
জাতীয়

চুরি করা গরু দিয়ে বিএনপি নেতার ভূরিভোজ: যুবদল কর্মীসহ কসাই গ্রেপ্তার

Advertisement


 

আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:

জামালপুরের মাদারগঞ্জে এক বিএনপির নেতার বিরুদ্ধে  কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী-সমর্থকদের জন্য ভুড়িভোজ আয়োজনের অভিযোগ উঠেছে।শনিবার (১১ জানুয়ারি) উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়ড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপি নেতার নাম মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী। তিনি আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।গরুর , চামড়া ও মাংস জব্দসহ এই ঘটনার সাথে জড়িত ইউনিয়ন যুবদল কর্মী সুমন মিয়া ও কসাই বজলু প্রামাণিককে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার পর ভুক্তভোগী কৃষকের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও এ মামলায়  অভিযুক্ত বিএনপি নেতা  মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ আরো ৯ জনকে আসামী করা হয়েছে। জানা গেছে, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জোনাইল রাইসিয়া ছাহাতরু বালিকা দাখিল মাদরাসা মাঠে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভুড়িভোজের আয়োজন করেন  আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি। অভিযোগ উঠেছে ভোজের বিরিয়ানী রান্নার জন্য গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার জোড়খালী ইউনিয়নের খামারমাগুড়া গ্রামের কৃষক এফাজ মন্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে ওই ভূরিভোজ করা হয়েছে।চুরি হওয়া গরুর মালিক কৃষক এফাজ মন্ডল অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্য রাতে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান গোয়াল ঘরের দরজ খোলা ও ভেতরে থাকা ৮০  হাজার টাকা মূল্যের একটি ষাড় গরু নেই। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে ও বিভিন্ন জায়গায় গরুর খোজ করতে থাকেন। এক পর্যায়ে আজ শনিবার ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়ড়া গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে ভুরিভোজের জন্য যে গরুটি জবাই করা হয়েছে সেটি তার বলে নিশ্চিত হোন।  এরপর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ মন্ডল। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। 

 অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা  ও ষড়যন্ত্র  । আমি কসাই বজলু প্রামাণিকের কাছে ৬০ কেজি মাংস চাইলে তিনি তার কাছে থাকা গরু আমার বাড়িতে এনে জবাই করে আমাকে মাংস মেপে দেন। কসাই সেটি চুরি করে এনেছে নাকি কিনে এনেছে সেটি আমার দেখার বিষয় না। আমি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার। আমাকে হেয় করতে একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও প্রোপাগান্ডা চালাচ্ছে। 

মাদারগঞ্জ  সার্কেলের  সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান সাঈদ বলেন, গতকাল রাতে আমাদের কাছে সংবাদ আসে যে কৃৃষক এফাজ মন্ডলের  গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে যার মুল্য ৮০ হাজার টাকা।  তারা খোঁজাখুঁজির এক পর্যায়ে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জন কে গ্রেফতার করে এবং  চামড়া জব্দ  করে নিয়ে আসে।  কৃষক এফাজ মন্ডল বাদী হয়ে  ১২ জনের বিরুদ্ধে এজহার দায়ের করে, ৭/৮ জন অজ্ঞাত এবং ২ জন কে আটক করা হয়েছে।উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল বলেন,প্রাথমিকভাবে অভিযুক্ত মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে কেন তাকে স্থায়ী বহিঃস্কার করা হবে না সেই কারণ জানতে চাওয়া হয়েছে। দলের কেউ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।