lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-23T17:10:58Z
মতবিনিময় সভা

মাধবদী ও বাবুরহাট দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় ল্যানের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement


 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী ও বাবুরহাট দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় ল্যানে উন্নয়ন ও মাধবদী- বাবুরহাটস্থ মূল সড়ককে বাদ দিয়ে বাইপাস রোড বন্ধের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে আমরা মাধবদীবাসীর আয়োজনে মাধবদীর হেরিটেজ রিসোর্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সভাপতি,  বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সভায় সভাপতিত্ব করেন জজ ভূঞা গ্রুপের এমডি ফায়জুর রহমান ভূঞা জুয়েল। আমরা মাধবদী সংগঠনটির আহবায়ক আনোয়ার হোসেন আনু ও জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য  রাখেন আমানত শাহ গ্রুপের এমডি মোঃ হেলাল উদ্দিন, হেরিটেজ রিসোর্টের এমডি মেনহাজুর রহমান রাজু ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট রাসেদুল হাসান রিন্টু, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট মোশারফ হোসেন, মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন,  শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন, মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিএনপি নেতা মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ প্রমূখ।

এছাড়াও মতবিনিময় সভায় ব্যবসায়ী, সাংবাদিক ও  সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিমুল তলা থেকে বাগহাটা পর্যন্ত ২.৫০কিঃমিঃ রাস্তা কমানোর জন্য ১৫০ একর জমি অধিগ্রহণ করতে হয় অথচ বর্তমান মহাসড়কের সাথে মাত্র ১৫/১৮ একর জমি অধিগ্রহণ করলে একদিকে কৃষিজমি রক্ষা পেতো অপর দিকে বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের বাজার মাধবদী ও বাবুরহাট বাজার রক্ষা পাবে। প্রতি সপ্তাহে বাবুরহাট বাজারে ৫ হাজার কোটি টাকা লেনদেন হয়। এ অর্থনৈতিক চাকাকে বাঁচিয়ে রাখতে বাইপাস বাদ দিয়ে মাধবদী -বাবুরহাট দিয়ে ৬ ল্যান রাস্তা করতে হবে। অন্যত্থায় মাধবদী, বাবুরহাট এলাকা তথা বাংলাদেশের ব্যবসায়ীদের জীবন জীবিকা রক্ষার্থে ঐতিহ্যবাহী মাধবদী ও বাবুহাটের শিল্পকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলে মিলে জোর আন্দোলন গড়ে তুলতে হবে।