lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-16T10:10:41Z
তথ্য ও প্রযুক্তি

সালথায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

Advertisement


 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

''জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ইং এর দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদের চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। 


উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) টিপু সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


এবারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  বিজ্ঞান মেলায় ১০টি স্টল অংশ নিয়েছে। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।