lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-12T13:02:30Z
মানববন্ধন

পাবনায় তিন দফা দাবিতে বিডিআর স্বজনদের মানববন্ধন

Advertisement


 


পাবনা জেলা সংবাদদাতা:

পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত বিডিআর স্বজনদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ জানুয়ারি)  দুপুরে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা  পিলখানায় হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তি এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সব নির্দোষ বিডিআর সদস্যর মুক্তি দাবি করেন।


একইসাথে প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে সরকারি সব ধরনে সুযোগ-সুবিধাসহ (যেমন- রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবি জানানোর পাশাপাশি তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ )ধারা বাতিলের দাবি জানান তারা। 


মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বিডিআর সদস্য ফরহাদ হোসেন,ফিরোজ খান,ফরহাদ হোসেন,মনির হোসেন ও শহিদুল হক প্রমুখ।