lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-10T10:52:06Z
ব্রেকিং নিউজ

নুনখাওয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা তাই ক্ষমতার দাপটে দুর্নীতি-লুটপাট

Advertisement


 

কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম আওয়ামী লীগের ক্ষমতার দাপটে গত ৪আগস্ট ২০২৪খ্রিঃ কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং আমিনুল ইসলাম হামলার ঘটনায় জ্বড়িত থাকার পরেও অজ্ঞাত কারণে এলাকায় দাপটের সাথে চলছেন। হামলার ঘটনায় জেলা যুবদলের সদস্য আবু তাহের মেছবা বাদী হয়ে গত ১৩সেপ্টেম্বর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ১০০-১৫০ নেতাকর্মীকে আসা‌মি ক‌রে মামলা করেন।


প্রভাব-বিস্তার: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ নেতার ক্ষমতার দাপটে এলাকায় প্রভাব বিস্তার করে ইউনিয়ন পরিষদ নির্বাচন (তৃতীয় দফায়) গত ২৮নভেম্বর ২০২১সালে নুনখাওয়া ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েই মাত্র এক বছরের ব্যবধানে ইউনিয়ন কে গড়ে তোলেন সন্ত্রাস ও অনিয়মের স্বর্গরাজ্য।


অনুসন্ধানে আরও জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম দীর্ঘ ১২বছর থেকে আওয়ামী লীগের দাপট দেখিয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত গ্রামীণ আবকাঠামো উন্নয়ন প্রকল্প, অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি, জেলা ও উপজেলা পরিষদের বরাদ্দকৃত প্রকল্প এবং ইউএনও অফিসের উন্নয়ন ফান্ডের প্রকল্পসহ বিশ্ব খাদ্য কর্মসূচির রাস্তা নির্মাণে নানা অনিয়মসহ বর্তমানে ভিজিডির কার্ড প্রদানে অর্থ হাতিয়ে অভিযোগ উঠেছে। এমনকি আওয়ামীলীগ নেতার দাপটে ইউনিয়নে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আমিনুল ইসলাম কোটি টাকার সম্পদ গড়েছেন।

২০২১-২২অর্থ বছরে নুনখাওয়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে ৩৪৩জন সুবিধাভোগীর নাম তালিকায় অর্ধশত ব্যক্তিই স্বচ্ছল ও চেয়ারম্যানের স্বজন। ৪০দিনে নাম রয়েছে বর্তমান ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলামের দুই ভাই হাবিবুল ও পল্লী চিকিৎসক মোহাম্মদ আলীসহ আত্মীয়ের শতাধিক নাম ব্যবহার করে কিন্তু এদের কেউ কখনো কাজ না করলেও কাগজে কলমে ৬০দিনের কাজ দেখিয়ে জনপ্রতি ৪০০টাকা হারে দিনমজুরির টাকা মোবাইল সিমকার্ড নিজের কাছে রেখে সেই টাকা উত্তোলন করেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সবকটি ৪০দিনের প্রকল্প লুটপাটসহ নুনখাওয়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত গ্রামীণ আবকাঠামো কবিখা, কাবিটা, টিআর, ননওয়েজ ও বিভিন্ন ঌ উন্নয়ন প্রকল্প, বন্যা কবলিতের ত্রাণের অর্থ আত্মসাত, দুই ঈদে দরিদ্রদের ভিজিএফের চাল আত্মসাত এবং জেলা ও উপজেলা পরিষদের বরাদ্দকৃত প্রকল্প এবং ইউএনও অফিসের উন্নয়ন ফান্ডের প্রকল্পসহ বিশ্ব খাদ্য কর্মসূচির রাস্তা নির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অপরদিকে বর্তমানে এক বছরের বরাদ্দকৃত ভিজিডির কার্ড প্রদানে জনপ্রতি ৫ থেকে ৬হাজার টাকা হাতিয়ে অভিযোগ করেন স্থানীয়রা।


বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে নুনখাওয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজেই নীতিমালা আমান্য করে গঙ্গাধর নদীর পাড় ঘেঁষে চর কাপনা বাজার থেকে ৭নং ওয়ার্ডের আতাউরের দোকান পর্যন্ত ২হাজার ৬৪০মিটার রাস্তা ৮৯লাখ ৬৭হাজার ৮৫৩টাকা বরাদ্দে কাঁচা রাস্তা দ্রুত তৈরি করেছেন। রাস্তা তৈরীকালে রাস্তা সংলগ্ন ড্রেজার মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করে সেখানে রাস্তা তৈরী করেছেন এবং লোক দেখানো পিচ্ছি ভেকু মেশিন দিয়ে কাঁচা রাস্তার কিছু অংশে দুই ধারে বালু মাটি দিয়ে দ্রুত শেষ করেন। এদিকে রাস্তার উপরে মানুষের চলাচলে রাস্তার ভরাট বালু পার্শ্বের গর্তে পড়ে যাচ্ছে। রাস্তার স্লোপ না দিয়ে খাড়া রাস্তা তৈরী করে রাস্তার বালুর উপরে হাফ ইঞ্চি মাটির প্রলেপ দেয়া সহ রাস্তা রক্ষার্থে বরাদ্দকৃত জিও ব্যাগে মাটি মিশ্রিত বালু ভরাট করে অগোছালোভাবে রাস্তার পাড়ে বসাচ্ছেন অদক্ষ শ্রমিক। জনগণের অবগত করণের স্বার্থে রাস্তায় কাজের সকল তথ্য বিতরনীর ডিজিটাল সাইনবোর্ড দেওয়া হলেও প্রকল্প সভাপতি আমিনুল ইসলাম রাতারাতি সাইনবোর্ড সড়িয়ে ফেলেন।


নুনখাওয়া ইউনিয়নের চরাঞ্চলের জিয়াউর হক, আফতারুজ্জামান, রনি, মাইদুল ইসলাম, মজনু মিয়াসহ অনেকে বলেন, নুনখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম গত ৪আগস্ট ২০২৪খ্রিঃ কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতের ওপর হামলা চালান। আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যানের ক্ষমতার দাপটে মাত্র এক বছরের ব্যবধানে ইউনিয়ন কে গড়ে তোলেন সন্ত্রাস ও অনিয়মের স্বর্গরাজ্য। চেয়ারম্যানের অত্যাচারে আমরা অতিষ্ঠ। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


নুনখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে রিপোর্টারের পরিচয় দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, অভিযোগ পেলাম তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।