lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T03:03:46Z
আইন ও অপরাধ

জমি নিয়ে বিরোধ ; সোনাগাজীর সোনাপুরে বাবুল টেইলরের উপর হামলা, থানায় মামলা

Advertisement


 


সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-

ফেনীর সোনাগাজীতে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আবদুল হক প্রকাশ- বাবুল টেইলার (৫৫) নামে একজনকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, আহত আবদুল হক বাবুল আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ওলি আহমেদ এর পূত্র ও সোনাপুর বাজারের ব্যবসায়ী।


থানায় দেওয়া লিখিত অভিযোগ ও ভিকটিমের মৌখিক বক্তব্যে জানা যায় - সোনাপুর গ্রামের ওসমান গণি প্রকাশ- সাহাব উদ্দিন (৬০) ও তার ছেলে নুর করিম প্রকাশ- সুমন (৩০) গংয়ের সাথে ভূমি সংক্রান্ত পূর্ব থেকে বিরোধ ও মামলার জের ধরে গত ২৮ জানুয়ারি ২০২৫ ইং সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার সময় বাবুল টেইলারের উপর সোনাপুর বাজারে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও কাঠ দিয়ে অতর্কিত হামলা করে ও এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি মারিয়া হাত-পা ভেঙে ফেলে ও মাথা ফাটিয়ে  ফোলা জখম করে। আশপাশের লোকজনের সহায়তায় প্রথমে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


জখমী বাবুল টেইলার বলেন- ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে ও তার ছেলেকে হামলাকারী সাহাব উদ্দিন ও তার ছেলে সুমন প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন, আসামীরা বিগত সময়ে আওয়ামিলীগের প্রভাব ও বর্তমানে বিএনপির প্রভাব বিস্তার করে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ সহ নানান অপকর্মে লিপ্ত রয়েছেন এতে ভিকটিম বাবুল টেইলার নিরাপত্তা হীনতায় ফেনী সদর হাসপাতাল ত্যাগ করে আত্মগোপনে গিয়ে চিকিৎসা নেন এবং সোনাপুরে নিজ বাড়ীতে যেতে সাহস পাচ্ছেন না। 


উল্লেখ্য যে, বাদী আবদুল হক বাবুল উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে এর আগে সোনাপুর মোজায় তার খরিদসূত্রে মালিকানাধীন ৪৬৮ নং খতিয়ানের ৩৯২১নং দাগের ভূমি নিয়ে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায় মিস মামলা নং- ১৭৫/২০১৭ খ্রিঃ দায়ের করে ১৪/০৯/২০২১ সালের রায়ের মাধ্যমে বৈধ দখলদার হিসেবে স্বীকৃতি ও নিজের পক্ষে রায় পেয়েছেন। তবুও বিবাদীগণ গায়ের জোরে আদালতের রায় অমান্য করে বারবার বাদীকে নিপীড়ন অব্যাহত রেখেছেন। 


ভিকটিম বাবুল টেইলার ২৯শে জানুয়ারি সন্ধ্যায় আত্মগোপনে থেকে সাংবাদিকদের মাধ্যমে হামলাকারী সাহাব উদ্দিন ও তার ছেলে সুমনের বিচার দাবি করেন এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।