Advertisement
ফরিদপুর প্রতিনিধি:
শতাধিক পন্যের উপড়ে অতিরিক্ত কর ও ভ্যাট আরোপের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন করেছে রেস্তরাঁ মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারণ শ্রেণী পেশার মানুষও যোগ দেন।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুরের রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, নিউ স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক আতিক হাসানসহ আরো অনেকে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল হাসান মোল্যার কাছে একটি স্মারক লিপি জমা দেয় ফরিদপুর রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।