lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-06T13:40:24Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) সংগঠনের আয়োজনে আলোচনা সভা

Advertisement


 


 মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলা কনফারেন্স হলরুমে রিইব সংগঠনের আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি জনাব  মোহন মিনজি।আর ও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত তথ্য অধিকার আইন চর্চা অভিজ্ঞ উপ-পরিচালক রিইব  এডভোকেট রুহী নাজ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পুলিশ পরিদর্শক পঞ্চগড় এইচ এস এম সোহারাওয়ারদী, পঞ্চগড় জেলা রিইব সংগঠনের জেলা প্রতিনিধি মোছাঃ ফাতেমা কানিজ সহ  আর উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা রেইব  সংগঠনের সকল সদস্যরা।


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন  উপদেষ্টা তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপ পঞ্চগড় এডভোকেট জিল্লুর রহমান সিদ্দিকী ।উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপের সদস্য  পঞ্চগড়, আফরিন আক্তার ও সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।


অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনার মাধ্যমে বাংলাদেশের তথ্য অধিকার আইন নিয়ে প্রশ্ন উত্তর সহ বিভিন্ন বিষয়ের ধারণা দেওয়া হয়। 


এ সময় ঢাকা থেকে আগত প্রধান আলোচক উপ-পরিচালক রিইব,  এডভোকেট রুহী নাজ  বলেন রিইব ২ দশকের  বেশি সময় ধরে মূলত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে আসছে। এর মধ্যে প্রান্তিক দরিদ্র গোষ্ঠী বা ক্ষুদ্র জনগোষ্ঠী এদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা, যাতে তারা তাদের নিজেদের নাগরিক সুযোগ-সুবিধাগুলো বুঝে নিতে পারে। 


রিইব কর্তৃক মুলত  অংশগ্রহণমূলক গবেষণা কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীদের দৈনন্দিন সমস্যা নিরসনে ব্যাপক সাহায্য করে আসছে। 


এই তথ্য অধিকার আইনটি সর্বপ্রথম ১৭৭৬ সালে সুইজারল্যান্ড থেকে এর যাত্রা শুরু হয়, এবং ৬ এপ্রিল ২০০৯ সাল থেকে তথ্য অধিকার আইন  গেজেটি বাংলাদেশে প্রকাশিত হয়। 

এই আইনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তা প্রতিষ্ঠা করা  ও রাষ্ট্র পরিচালনায় সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। 



রিইব আমেরিকান একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক  সহযোগিতায় বাংলাদেশের তিনটি জেলায় নীলফামারী,  পঞ্চগড় এবং কক্সবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ এর ব্যবহার বিধির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করনের জন্য  এই প্রকল্প টি হাতে নিয়েছে । 


তথ্য অধিকার আইন (রিইব) ইতিপূর্বে ১৩০ টিরও বেশি দেশে এই আইনের চর্চা রয়েছে ।  তথ্য অধিকার আইন তথ্য সংগ্রহের একটি সহজ মাধ্যম, মনিটরিং এর মাধ্যমে বা সরাসরি তথ্য চেয়ে তথ্য সংগ্রহ করা যতটা কঠিন, এই আইন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা ততটাই সহজ। 


এই  সময়  প্রধান অতিথি পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোহন মিনজী বলেন রিইব সংগঠনের মাধ্যমে মানুষ ও দেশের স্বার্থে  কাজ করার যে উদ্যোগটি নিয়েছে অবশ্যই ভালো একটি উদ্যোগ, এ বিষয়ে আমাদের সহযোগিতা থাকবে। 

এরকম কোন অভিযোগ আমরা পেলে অবশ্যই দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব।