lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-24T13:46:42Z
ব্রেকিং নিউজ

উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে আমতলী থানা পুলিশ

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

অভিযানে উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে পরেছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে গত দুই মাস ধরে থানার অভ্যান্তরে  পুলিশ এগুলো লালন পালন করছেন। দ্রুত এ গরুগুলো সনাক্ত করে নেয়ার দাবী জানিয়েছেন ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ। 


জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন  ধরে গরু চুরি বৃদ্ধি পায়। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত পয়েলা ডিসেম্বর আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে আরো ১০ টি গরু উদ্ধার করা হয়। এ গরু গুলোর মধ্যে ১০ টি গরু আমতলী, তালতলী ও ভান্ডারিয়া উপজেলার অভিভাবকরা সনাক্ত করে নিয়ে যায়। অবশিষ্ট চারটি গরু প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কেউ সনাক্ত করতে আসেনি। এতে এ গরু চারটি নিয়ে বিপাকে পরেছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে থানার অভ্যান্তরে সামিয়ানা টানিয়ে গরু চারটি লালন পালন করছে থানা পুলিশ। 


আমতলী থানার এসআই মোঃ আজিজুর রহমান বলেন, চারটি গরুর কোন মালিক খুজে পাচ্ছি না। নিরুপায় হয়ে লালন পালন করতে হচ্ছে। 


আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, গত দুই মাস ধরে চারটি গরু কেউ সনাক্ত করে নিতে আসেনি। গরুগুলোকে থানায় বাউন্ডারীর মধ্যে সামিয়ানা টানিয়ে লালন পালন করতে হচ্ছে। তিনি আরো বলেন, আদালতের আদেশের অপেক্ষায় আছি। আদেশ পেয়ে তদানুসারে ব্যবস্থা নেয়া হবে।