lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-21T06:16:46Z
খেলাধুলা

মাদারীপুরে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Advertisement


 


মীর ইমরান -মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (২০ জানুয়ারী) বিকেলে জেলা আচমত আলী খান স্টেডিয়ামে মাদারীপুর  জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার।

প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক দল লেবুতলী বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বড় বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। 

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট বালিকা দল মাদারীপুরে সদর উপজেলা  খৈয়ারভাঙা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে  ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শিবচর উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুজ্জামান বিপিএম, মাদারীপুরসদর উপজেলক নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক  ফাতিমা তাজরিন তন্বী, মাদারীপুর পৌর প্রশাসক উপসচিব মোঃ হাবিবুল আলমসহ জেলা উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা,শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ  ও বিভিন্ন ক্রীড়ামোদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।