lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-24T06:06:17Z
সড়ক দুর্ঘটনা

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ম শ্রেণীর ছাত্র রাকিব নিহত

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব হাসান (১২) নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্র নিহত হয়েছেন।


বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারী রাতে আন্ধারুর মোড় নামক এলাকার ব্রাক অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটেছে।


নিহত রাকিব হাসান ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জড়পাখুরী এলাকার মংলুর সন্তান এবং  ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।


প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রাকিব ছোটরাউতা ঈদগাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান শুনে বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় দ্রুত বেগে ডোমার থেকে ছেড়ে আসা জলঢাকাগামী বালু বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।


এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।