lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-09T05:58:24Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধের জের দোকান ভাঙচুরের অভিযোগ

Advertisement


 

 পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় পৌর শহরের মৃত রিয়াজ উদ্দিন এর কন্যা সাং পৌর শহরের  রওশনাবাগ এর বাসিন্দা, মোছাঃ নাছিমা খাতুন (৫৫), স্বামী মোঃ আবু সালেক, ওয়ারিশ সূত্রে মার্কেটের মালিক। কিন্তু ভুক্তভোগীর অভিযোগ, মৃত রিয়াজ উদ্দিন এর পুত্র পৌর শহরের  কলেজ রোড এর বাসিন্দা মোঃ আল মারুফ রনি (৪০), মার্কেটে, গোডাউন ভাঙচুর ও মালামাল চুরির অভিযোগ ওঠেছে। 


 অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী নাছিমা আক্তার বলেন  ৫/১/২০২৫ সময় আনুমানিক ১১:৩০ মিনিটের অজ্ঞাতনামা ভাড়াটিয়া গুন্ডা প্রায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি হাতে লোহার রড, বাঁশের লাঠি, হাতুড়ি, হ্যামার, কোদাল, বেলচা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তফসিল বর্ণিত জমির উপর গোডাউনে হামলা ও ভাঙচুর করে।

 গোডাউনের ভাঙচুরের ক্ষয়ক্ষতি প্রায়  ৫০ হাজার টাকা এবং গোডাউনে রাখা ১০ লক্ষ টাকার ইলেকট্রনিক মালামাল চুরি করে নিয়ে যায়। 


এ বিষয়ে আমি জানতে পেরে সেনা ক্যাম্পে ও থানায় মোবাইল ফোনে যোগাযোগ করলে সেনা ক্যাম্পের দল ও থানার লোকজন ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্তকারীরা পালিয়ে যায়।


 এমন কর্মকান্ডে আমি পরিবার নিয়ে  জীবন ও জানমালের নিরাপত্তা সহ তফসিল বর্ণিত জমি ধরে রাখার দাবিতে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।



 পঞ্চগড় মৌজা যাহার যে এল নং ২২, তারমধ্যে আরএস ৩৫৫৪ নং খতিয়ান ভুক্ত আর এস ৯৯৩৫ নং দাগে ০ ৩০৬ সহস্র্যাংশ আর এস ৯৯৩৬ নং দাগে ০৮১২ সহস্র্যাংশ আর এস ৯৯ ৩৭ নং দাগে ০১৫০ সহস্র্যাংশ ০৩ টি দাগে ১২৬৮ সহস্র্যাংশ জমির মধ্যে আরএস জমির মধ্যে ৯৯ ৩৭ নং দাগের ০১৫০ সহস্র্যাংশ জমির ঘটনা।


বর্তমানে আমি সু - বিচার পাওয়ার জন্য  আদালতের শরণাপন্ন হই।