Advertisement
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন নব নিযুক্ত প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে এই দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সিধুলী ইউনিয়ন পরিষদের সদস্যগহণ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এসময় নবনিযুক্ত প্রশাসক শাহাদুল ইসলাম বলেন,সিধুলী ইউনিয়নে কোন জনদূর্ভোগ থাকবে না। কেউ নাগরিক সেবায় যেন হয়রানি না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। মাদারগঞ্জ উপজেলার ভিতরে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলা হবে। সে জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান আকন্দ রতন,সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম তোজাম্মেলন হোসেনসহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।উল্লেখ,গত ৫ আগষ্টের পর সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরণ আলম পলাতক থাকায় ইউনিয়নের নাগরিক সেবা বিঘ্নিত হয়।সেবা নিশ্চিতের লক্ষে গত ১৯ জানুয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলামকে সিধুলী ইউনিয়নের পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।