lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T02:53:58Z
রাজনীতি

আওয়ামী লীগের জুলুম নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের অপকর্মের খতিয়ান জাতির কাছে তুলে ধরতে হবে: নাসের রহমান

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

'ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম নির্যাতন, দুর্নীতি লুটপাট ও তাদের অন্যায় অপকর্মের খতিয়ান জাতির কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি তৃণমূল থেকে বিএনপিকে আরও সমৃদ্ধ করতে সৎ, মেধাবী ও আদর্শবান নেতাদের দলের আগামীর  নেতৃত্বের স্থানে বসাতে দলীয় নেতৃবৃন্দের  প্রতি  আহ্বান জানান। 

তিনি বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমান আগামীতে দলের নেতৃত্বে মেধাবী, সৎ ও আদর্শবানদের দলে নেতৃত্ব দেয়ার আহবান জানিয়েছেন। আমাদের দলকে আরও সমৃদ্ধ করতে হবে। রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশকে লুটপাট করে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সেজন্যই কাজের লোকদের বের করে আনতে হবে।’

দলীয় নেতৃবৃন্দকে তারেক রহমানের কঠোর বার্তা শুনিয়ে এম নাসের রহমান বলেন 'দলের নাম ভাঙিয়ে  কোনো নেতা-কর্মী মানুষের আস্থা নষ্ট করলে তাকে আমরা নিজের ভাবতে পারব না। বহু ঝড়ঝঞ্ঝা, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কাজেই আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে। এক্ষেত্রে সকলকে কঠোর এ  সজাগ থাকতে হবে।' তিনি বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় এক রেস্টুরেন্টে নবগঠিত  বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এম নাসের রহমান আরো বলেন, 'বিএনপির নামধারী কোন ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোন কর্মীর কারণে যদি মানুষের মধ্যে খারাপ ধারনার সৃষ্টি হয়, আস্থা নষ্ট হয়, তাকে আমরা দলীয় ভাবে ‘ওউন’ করতে পারব না। তার বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কোন নমনীয় হওয়া যাবে না।'

বড়লেখা উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন মিঠু, আলহাজ্ব আব্দুল মুকিত, বকসী মিছবাউর রহমানসহ বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, ‘বিএনপির সদস্যপদ নবায়ন করার কার্যক্রম  কেন্দ্র থেকে শুরু হয়েছে। এটি আমাদের দলের নেতাকর্মীদের  জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রাম-গঞ্জের অসংখ্য নেতা-কর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। তা-ও আজকে তারা এই দলের সঙ্গে আছেন। এখনো যারা দল ধরে রেখেছে, সেই ত্যাগীদের আবারও আমরা একত্রিত করতে চাই। সেজন্যই সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু। সারা দেশে লাখ কোটি নেতা-কর্মীর মাঝে আমরা আনন্দ ছড়িয়ে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা জনগণের সমর্থন পাব।’ 

তিনি বলেন, ‘দেশের ওপর দিয়ে একটা ঝড় গেছে। যাতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রত্যেক সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। নেতা-কর্মীদের গুম-খুন করা হয়েছে। বিএনপিসহ অন্য দলের নেতা-কর্মীদের গুম-খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষিত করা হয়েছে। এখন সেই ঝড় কেটে গেছে। তবে মানুষ ঝড়ের পর কিন্তু লন্ডভন্ড অবস্থার পুনর্গঠন করে। এই ঝড়ে আমরা বিএনপির বহু সহকর্মীকে হারিয়েছি। অনেকেই হয়তো রাজনীতি থেকে সরে গেছেন।’ 

বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, 'দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন গতবার কিন্তু আমাদের কর্মসূচিতে একটি দুর্বলতা ছিল। এবার সেটিকে পাশ কাটিয়ে আমাদের তৃণমূলের আরও গভীরে যেতে হবে। বক্তৃতা নয়, আমাদের দরকার কাজ। যে উদ্যম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, আসুন আমরা সবাই মিলে কাজ শুরু করি যাতে দল এবং দেশকে পুনর্গঠন করতে পারি। বর্তমানে দলের সদস্যপদ নবায়ন চলমান প্রক্রিয়া। যারা দলের সদস্য আছেন তারাই নবায়ন করবেন। কেন্দ্রীয় দপ্তর থেকে জেলায়, জেলা থেকে উপজেলায় এবং সেখান থেকে ইউনিয়নে ও ওয়ার্ডে  যাবে। তাহলে আমরা এক মাসের মধ্যেই লক্ষ্যে পৌঁছাতে পারব।’  

তিনি আরো বলেন, ‘গত ১৫-১৭ বছর কিন্তু বিএনপির নেতা-কর্মী বা সদস্য নির্যাতন, গুম-খুন ও লোভ-লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধ থেকেছে। তাদের কারণেই তো আমরা আজ নেতা। সেজন্য তাদের কাছেই প্রথমে গিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। সদস্যপদ নবায়ন করতে গিয়ে এবার একটি তালিকা থাকা দরকার। তবে এমন লোকদের দলে আনা যাবে না, যাদের আনলে বদনাম হবে। সেদিকেও খেয়াল রাখতে হবে।’

নাসের রহমান বলেন, ‘সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে যাব। মেধাবী নেতৃত্ব তৈরি করতে হলে এর বিকল্প নেই। মেধাবীরাই কিন্তু আগামীতে জাতিকে নেতৃত্ব দেবে, শাসনব্যবস্থাকে সমৃদ্ধ করবে। আমি প্রত্যাশা করি, জিয়াউর রহমান যেভাবে জাতিকে সমৃদ্ধ করার জন্য মাঝে মধ্যে মেধাবীদের বেড়াতে নিয়ে যেতেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটি করবেন।’