Advertisement
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজী গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলায় ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাজার থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা(১৯) এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া(২১)
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজী গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি ।