lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T02:51:02Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সমাপনী

Advertisement


 

রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁও‌য়ে খাদ্য ও পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


(২৯শে জানুয়ারি) বুধবার বিকেলে সদর উপজেলা প‌রিষদের হলরুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) প্রধান কার্যাল‌য়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছি‌লেন উপ‌জেলা  কৃ‌ষি কর্মকর্তা না‌সিরুল আলম। এছাড়াও এতে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল আলম ,মাসুদ রানাসহ অনেকে।


এর আগে গত সোমবার থেকে তিন দিনব্যাপী সকাল  সাড়ে ৯ টা হতে বিকাল চারটা পর্যন্ত ফ‌লিত ও পু‌ষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এ প্রশিক্ষণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা, এনজিও কর্মী ও স্থানীয় কৃষক কৃষানীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় বিভিন্ন খাদ্যভিত্তিক ফলমূলের পুষ্টি, চাহিদা ও তার গুনাগুন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।