lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-20T08:09:22Z
ব্রেকিং নিউজ

রায়পুরায় অবৈধ বালু উত্তোলনে মহোৎসবকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি

Advertisement


 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে সমিবাদ মৌজায় প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে বালু দস্যুরা অনধিকার প্রবেশ  করে  অবৈধভাবে বালু উত্তোলনে মহোৎসব চালাচ্ছে।  

সরজমিনে গিয়ে জানা যায়, নবীনগর উপজেলার জাফরাবাদে  মেসার্স মুন্সী ট্রেডার্স নামে বি-বাড়িয়া জেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোভন লাইসেন্সে ৩২ একর জায়গাতে একটি বৈধ বালু মহল বি-বাড়িয়া জেলা প্রশাসক অনুমতি দিয়ে থাকেন।উক্ত জায়গাতে দশটি চুম্বক ড্রেজার দিয়ে মাটি কাটতে হবে।


বিগত ৫ ই আগস্ট এর পর থেকে বালু মহল পরিচালনা নিয়ে তাদের শেয়ারদের মধ্যে প্রায়ই সংঘর্ষ চলে।এর ধারাবাহিকতায় গত রবিবার শেয়ারদের দুই গ্রুপের মধ্যে তুমুল গুলাগুলি মধ্য দিয়ে সংঘর্ষ হয়েছে তবে কোন গ্রুপেরই এখনও হতাহতে খবর পাওয়া যায়নি। তাদের মধ্যে একটি গ্রুপ হচ্ছে ইজারাদার শোভন মিয়া, লতিফ মিয়া, হযরত আলী ও ইটখোলার মালিক খগেন,অন্যটি হচ্ছে হানিফ মাস্টার ও কালাম গংরা।


নবীনগর উপজেলার জাফরাবাদে একটি বৈধ বালু মহল ৩২ একর জায়গাতে তাদের বৈধ ইজারা দিয়ে থাকেন নবীনগর প্রশাসনের অনুমতি ছিল দশটি কাটার ড্রেজার দিয়ে মাটি কাটার জন্য।কিন্তু ইজারাদার কাটিং ড্রেজার  দিয়ে বালু উত্তোলন না করে ৩৫ /৪০টি চুম্বক ড্রেজার  দিয়ে মাটি উত্তোলন করতে দেখা যায়।

 এক পর্যায়ে নবীনগর উপজেলার জাফরাবাদে মাটি না থাকার কারণে ইজারাদার ঢাকা বিভাগের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমিবাদ মৌজার অনেক ভিতরে অনধিকার প্রবেশ করে। অবৈধভাবে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৪০ টির মতো চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে। 


স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ ও নাম প্রকাশ অনিচ্ছুকরা জানান,প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অন্তত প্রায় ৪০টি অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু বুঝায় স্টিলের নৌকা দিয়ে নিয়ে এরা   অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মহোৎসব চালাচ্ছে। প্রতিদিনের বালুর বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা , বালু দস্যুদের আগ্নেয় দাঁড়ালো অস্ত্রের সামনে কেউ কথা বলতে সাহস পাই না।প্রতিবছরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে চরমধুয়া ইউনিয়নে প্রতিবছরই নদী ভাঙ্গনের শত শত বাড়ি ঘর নদীগর্ভে  বিলীন হচ্ছে।


গত ১৬ই জানুয়ারি নরসিংদী রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করতে গেলে রায়পুরা  প্রশাসন পুলিশ ও সাংবাদিকদের দুটি স্পিডবোট কে লক্ষ্য করে গুলি বর্ষণ করে বালু দস্যুরা।


রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান বালু দস্যুরা,হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে। সেখান থেকে মোবাইল কোর্টের অভিযানে  বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন সহ দুই জনকে আটক করে ১০ লক্ষ টাকা জরিমানা করি।