lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-12T08:24:01Z
সড়ক দুর্ঘটনা

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত -২, আহত- ৩০

Advertisement


 



বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খা (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাক্ষণকান্দী আলেফ খানের ছেলে। দুর্ঘটনা কবলিত সাজ্জাদ বাসের কন্টাকটর ছিল বলে জানা গেছে। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।



ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, ফরিদপুর থেকে আলিফ-মিম নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বাশাগাড়ি এলাকায় ওই বাসটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং ট্রাকটি ধুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সব যাত্রী।