lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-20T11:29:46Z
শীতবস্ত্র বিতরণ

মাদারগঞ্জে গোপালপুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Advertisement


 

মাদারগঞ্জ ( জামালপু্র) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে গোপালপুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে অত্র সংস্থার আয়োজনে গোপালপুর জিয়াউল বাজারে ২ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান।   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন গোপালপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি জিয়াউল হক মন্ডল। পরিচালনায় ছিলেন গোপালপুর সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ লিখন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাহমুদুল হাসান সোহেল ও এফ আই সরকার। গোপালপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি জিয়াউল হক মন্ডল বলেন,আমাদের এই সংগঠনটি ২০১৬ সাল থেকে সমাজের অসহায় ও হতদরিদ্রদের জন্য কাজ করে আসছে। মানুষের যে কোন প্রয়োজনে পাশে থাকছে আমাদের এই সংগঠন। এর ধারাবাহিকতায় আজ আমরা ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে। সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এসময় গোপালপুর সমাজকল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।