Advertisement
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে উত্তরা ফাউন্ডেশনের একযুগ পূর্তির অনুষ্ঠান।
সদ্য অনুষ্ঠিত বর্ষপূর্তির নানা আয়োজনের মধ্য দিনব্যাপী মহা কর্মী সম্মেলন, উন্নয়ন কর্মীদের ক্রীড়া প্রতিযোগিতা,সেরা কর্মীদের মূল্যায়ন, উত্তরা ফাউন্ডেশন পরিচালিত কিন্ডারগার্ডেন স্কুলের ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণসহ এলাকার অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং পরিশেষে লাকি কুপন লটারি ড্র আয়োজন করা হয়।
উত্তরা ফাউন্ডেশন শিক্ষা কর্মসূচি বৃত্তি পরীক্ষা -২০২৪ অনুষ্ঠিত হয়, উক্ত বৃত্তি পরীক্ষায় ১৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১০৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এর মধ্যে ট্যালেন্টপুলে ১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এসময় উত্তরা ফাউন্ডেশনের একযুগ পূর্তি উপলক্ষে ১০৭ জন শিক্ষার্থীকে মেডেল সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয় ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান, সমাজ সেবক আসাদুজ্জামান বসুনিয়া, কালব এর ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন কাজল, জিল্লুর রহমান অরেঞ্জ ডিরেক্টর কালব লিঃ রংপুর, শফিকুল ইসলাম সজল চেয়ারম্যান উত্তরা ফাউন্ডেশন, আসাদৌলা চৌধুরী প্রধান শিক্ষক কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়, মশিউর রহমান সহকারী প্রধান শিক্ষক কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়, মাহবুবুল আলম ওহাবুল সভাপতির চিলাহাটি প্রেসক্লাব প্রমুখ।
উত্তরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন আহম্মেদ জামান তার বক্তব্যে বলেন উত্তরা ফাউন্ডেশন সমাজের অবহেলিত শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুদের নিয়েই কাজ করতে চায়। এ সময় তিনি অত্র এলাকার সুধীজনের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ ও আগামী দিন যেন আরো বেশি আত্ম মানবতামূলক কাজ করতে পারার আশা ব্যক্ত করেন।