lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-09T11:40:59Z
আইন ও অপরাধ

পাবনা'য় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে মারধর, অপহরণের চেষ্টা

Advertisement


 


আলমগীর হুসাইন অর্থ:

পাবনা'র ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে মারধর করে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতে শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়  এলাকায় এ ঘটনা ঘটেছে।



মারধরের শিকার ডেপুটি পোস্টমাস্টার রুহুল আমিন জানান, দাপ্তরিক কাজ শেষে অফিসের জিপগাড়ি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায়  স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে তাকে নামিয়ে দেয়। গাড়ি থেকে নামামাত্রই ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়, মারধর শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।



তিনি বলেন, আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে।





পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অতিদ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।