lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-24T13:37:20Z
ব্রেকিং নিউজ

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিকের উপর শ্রমিক লীগ নেতা ও তার পরিবারের লোকজনের হামলা

Advertisement


 

মৌলভীবাজার প্রতিবেদক:

দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া দুই শিশুর ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘চ্যানেল এস’ ও ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকার স্থানীয় প্রতিনিধি আব্দুস শুকুরের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস শুকুর বাদি হয়ে উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা ভানু হাজরার ছেলে রাহুল হাজরা (৩০), মেঘনাথ হাজরা (৪০), উপজেলা শ্রমিক লীগ নেতা ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা (৪৫), কাজল হাজরা (২৭) এবং অজয় হাজরার (২৮) নাম উল্লেখপূর্বক আরো অজ্ঞাতানামা ৩-৪ জনকে আসামি করে ৩৪১/৩২৩/৫০৬ (২) পেনাল কোড মামলা দায়ের করেন। মামলা নম্বর ২১।

মামলার বাদি আব্দুস শুকুর অভিযোগ করেন, তার পুত্র ইয়াছিন আরাফাত সিয়াম (৯) ও মামলার ৩ নম্বর অভিযুক্ত উপজেলা শ্রমিক লীগ নেতা প্রেম সাগর হাজরার ছেলে পিথিরাজ হাজরা (৯) উভয়েই দি বাডস রেসিডেন্টসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্কুলে খেলাধুলার সময় দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। পরে স্কুলের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে উভয় শিশুর অভিভাবককে স্কুলে ডেকে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করার পরামর্শ দেন। পরবর্তীতে বেলা ১টার দিকে আব্দুস শুকুর স্কুল থেকে তার পুত্র সিয়ামকে নিয়ে বাড়ি ফেরার পথে স্কুল গেটে এলে অভিযুক্তরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে এলোপাতাড়ি মারপিট করে। হামলাকারীরা এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

আব্দুস শুকুর বলেন, ‘অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সাগর হাজরা উপজেলা শ্রমিকলীগের নেতা। বিগত আওয়ামী সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাড়াউড়া, জাগছড়া, কালিঘাট চা কারখানার চা পাতা চুরি করাই তাদের পেশা ছিল। চা বাগানের জমি দখলে বাধা দেয়ায় গত ২ বছর পুর্বে এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে ভাড়াউড়া চা বাগানের এক ব্যবস্থাপককে নাচ ঘরের পিলারের সাথে বেঁধে নির্যাতন করে। আলোচিত সেই ঘটনায় তারা দীর্ঘদিন কারাগারে ছিল। স্কুলের প্রিন্সিপালের কক্ষে সমবয়সী দুই বাচ্চার মারামারির ঘটনায় আমি অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করি। তারপরেও আমার উপর নির্মমভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে।

যোগাযোগ করা হলে প্রেম সাগর হাজরা বলেন, ‘সাংবাদিক শুকুরের উপর কারা হামলা করেছে তা আমি জানি না। তবে আমার শিশু পুত্র মাথায় গুরুতর আঘাত পেয়েছে।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘দুই শিশুর মধ্যে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুস শুকুরের উপর হামলার বিষয়ে তিনি শুক্রবার (২৪ জানুয়ারি) ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতানামা ৩-৪ জনকে আসামি মামলা দায়ের করেছেন।’