Advertisement
মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন নকশী বিওপি’র অভিযানে ১১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী হালচাটি এলাকা থেকে ওইসব মদ জব্দ করে বিজিবি।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বাংলাদেশ-ভারত সীমানা পিলার ১১০১ থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হালহাটি এলাকায় চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ অবৈধভাবে পাচারের চেষ্টা করে। খবর পেয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ নকশী বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় মদ আটক করে।
তবে অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীগণ বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিকসেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগত্র থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।